ফরিদপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিতঃ 8:42 pm | January 19, 2024

ফরিদপুর প্রতিবেদক, কালের আলো:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাড়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে জানা গেছে, ঢাকাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও পাঁচজন আহত হন। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

কালের আলো/এমএইচ/এসবি