ফের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন বিপ্লব বড়ুয়া
প্রকাশিতঃ 12:17 am | January 29, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
রোববার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে উপ-সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
প্রসঙ্গত, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কালের আলো/ডিএস/এমএম