আয়ানের মৃত্যুর তদন্ত রিপোর্ট আইওয়াশ, হাস্যকর

প্রকাশিতঃ 7:33 pm | January 29, 2024

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খাতনা করাতে গিয়ে মারা যায় শিশু আয়ান। তার মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনটি আইওয়াশ ও হাস্যকর বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পড়ে শোনানো হয়।

এ সময় আদালত বলেন, আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন আইওয়াশ, হাস্যকর।

আদালত আরও বলেন, আমরা জানি আমাদের দেশে মানুষ বেশি। সে হিসেবে চিকিৎসকের সংখ্যা কম। কিন্তু নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। এরপর আদালত এ বিষয়ে শুনানির জন্য ১১ ফেব্রুয়ারি পরবর্তী দিন নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়। টানা ৭ দিন লাইফ সাপোর্টে ছিল আয়ান।

কালের আলো/এমএইচ/এসবি