স্মার্ট বাংলাদেশে রূপান্তরের প্রত্যয় শিক্ষার্থীদের, শিক্ষার্থীমনের ঐশ্বরিক শক্তিকে জাগিয়ে তুলতে গুরুত্ব জিওসি’র
প্রকাশিতঃ 10:11 pm | January 29, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আলোকবর্তিকা হাতে বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার। জ্ঞানভিত্তিক অর্থনীতি, উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গঠন করাই হবে স্মার্ট বাংলাদেশ রূপকল্পের প্রধান দিক। সম্মিলিত প্রয়াসে এবার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের প্রত্যয় নিয়েছেন কোমলমতি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি’র শিক্ষার্থীরাও।
সোমবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা এমন প্রত্যয়দীপ্ত অঙ্গীকার করেন নিজেদের মনোরম প্রদর্শনীর মাধ্যম। পাশাপাশি নিজেদের মননশীলতা ও কর্মক্ষমতার অপূর্ব শৈলীর মাধ্যমে গোটা অনুষ্ঠানটিকে তাঁরা মহিমান্বিত করে তোলে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবেগ-ভালোবাসায় পূর্ণ এই ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন ঢাকা সেনানিবাসের লজিস্টিক্স এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন। তিনি শিক্ষার্থীমনের ঐশ্বরিক শক্তিকে জাগিয়ে তুলতে পরামর্শ দেন। আলোকের ঝর্ণাধারায় অনাবিল আনন্দময় শিক্ষা গেঁথে দিতে বলেছেন শিক্ষার্থীদের মন-মননে।
জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও লজিস্টিক্স এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘জ্ঞান ও দক্ষতা অর্জনকে গুরুত্ব দিতে হবে। আমরা দক্ষ ও যোগ্য মানুষ তৈরি করতে চাই। যে মানুষের কথা বলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা সেরকম সোনার মানুষ গড়তে চাই। যারা প্রকৃত দেশপ্রেমিক, সুনাগরিক এবং বিশ্ব নাগরিক হবে। দেশের কল্যাণে সমৃদ্ধ জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সুনাগরিক হিসেবেও নিজেদের গড়ে তুলবে।’
তিনি প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জলসিঁড়ি’র গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ওবায়দুল্লাহ হেল সাফী, অধ্যক্ষ কর্নেল (অব:) জাকির হোসেন ভুঞাসহ সামরিক ও অসামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে