ওরিয়ন গ্রুপের ৩৭তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করলেন জিওসি
প্রকাশিতঃ 7:00 pm | January 30, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চলতি বছরের ‘ওরিয়ন গ্রুপ ৩৭তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপের (বিএজিসি)’ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে চার দিনব্যাপী এ চ্যাম্পিয়নশীপের প্রেস ব্রিফিং ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা সেনানিবাসের লজিস্টিক্স এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ১১০ জন গলফার অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, আগামী ০৩ ফেব্রুয়ারি কুর্মিটোলা গলফ ক্লাবে এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, স্পন্সর ও কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম