ডিসকভারি চ্যানেলে দেখা সেই ‘নীলগাই’ নওগাঁয়

প্রকাশিতঃ 11:28 am | January 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার থেকে বনগরুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জোতবাজার গ্রামের পাশে বনগরু ঘোরাঘুরি করছিল। এ সময় স্থানীয় কয়েকজন যুবক গরুটি আটক করে বাজারে বেঁধে রাখেন। পরে ইউনিয়ন পরিষদে রাখা হয় এবং প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়। আটকের পর গরুটি অস্থিরতা বোধ ও লাফালাফি করছিল। বনগরুটি একনজর দেখতে শত শত নারী-পুরুষ ভিড় করছেন।

স্থানীয় আমিনুল ইসলাম বলেন, সকালে বাজারের পাশে পশুটি ঘোরাঘুরি করছিল। পরে কয়েকজন অপরিচিত এ পশুটি আটক করে বেঁধে রাখেন। বিশেষ করে এ পশুটি ডিসকভারি চ্যানেলে দেখা যায়। যতদুর সম্ভব এটি বনগরু।

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তম কুমার বলেন, তিনি স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনেছেন। দলছুট হয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে পথ ভুলে বাংলাদেশের লোকালয়ে চলে আসে বনগরুটি। বিলুপ্ত এ পশুটি নীলগাই। যদি পশুটির চিকিৎসার প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে দেয়া হবে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান বলেন, প্রাণীটি উদ্ধার করে উপজেলায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তারা যে সিদ্ধান্ত দেবেন সেভাবে পদক্ষেপ নেয়া হবে।

কালের আলো/এএ/এমএইচএ