বিজিবি ডিজির চেয়ারে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, সীমান্তরক্ষী বাহিনী পৌঁছবে নতুন উচ্চতায়

প্রকাশিতঃ 7:07 pm | February 05, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ও সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এবার তিনি পেয়েছেন আরও গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয় মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে।

দীর্ঘ বর্ণাঢ্য চাকরি জীবনে নিখুঁতভাবে অর্পিত দায়িত্ব পালনে সফলতার পরিচয় দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থা রাখেন এই দুই তারকা জেনারেলের ওপর। বিজিবি মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার ৬ দিনের মাথায় সোমবার (০৫ ফেব্রুয়ারি) অপরাহ্নে বিদায়ী মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মহাপরিচালকের (ডিজি) দায়িত্বভার গ্রহণ করেন।

বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সেনা পরিমণ্ডলে একজন দক্ষ, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে সুনাম রয়েছে। দীর্ঘ বর্ণাঢ্য চাকরি জীবনের অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মিশেলে এবার তিনি নেতৃত্ব দিবেন বীরত্ব আর শৃঙ্খলার প্রতীক আধা-সামরিক বাহিনী বিজিবিকে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে রোজকার সময় দায়িত্ব পালন করে আসা গৌরবোজ্জ্বল এই বাহিনী দেশের মানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।

নতুন ডিজির নেতৃত্বে অতীতের ধারাবাহিকতায় সাফল্যের স্বর্ণালী পালক যুক্ত করে নতুন উচ্চতায় পৌঁছবে সীমান্তরক্ষী বাহিনীটি, এমন প্রত্যাশা বিশ্লেষকদের। তাদের আশাবাদী ভাষ্য হচ্ছে-অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রায় মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বাধীন সুসংগঠিত ও পেশাদার এই বাহিনীটি হবে গর্বিত অংশীদার।

নতুন ডিজির বর্ণাঢ্য জীবন
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ২৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ১৯৯২ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। মেজর জেনারেল আশরাফ দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। তিনি স্কুল অব আর্টিলারি, ফোর্ট সিল, মার্কিন যুক্তরাষ্ট্র; ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর, ঢাকা; ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটন, তামিলনাড়ু, ভারত এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, নয়াদিল্লি, ভারত থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস), ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও এমফিল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

মেজর জেনারেল আশরাফ দেশে-বিদেশে বিভিন্ন নিযুক্তিতে বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন। তিনি ৫টি আর্টিলারি ইউনিটে দায়িত্ব পালন করেছেন এবং ১টি আর্টিলারি রেজিমেন্ট ও ২টি আর্টিলারি ব্রিগেড কমান্ড করেছেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির ইনস্ট্রাক্টর, একটি পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার গ্রেড-৩, একটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর এবং একটি পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মেজর জেনারেল আশরাফ জাতিসংঘ শান্তি মিশন ইথিওপিয়া (UNMEE) এবং সুদান (UNMIS) এ অংশগ্রহণ করে অত্যন্ত সফলতার সঙ্গে মিশন সম্পন্ন করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয়ে শান্তিরক্ষী মিশন অপারেশন্স (UNDPKO)-এ ফোর্স জেনারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

কালের আলো/এমএএএমকে