শুধু বিটিভি দেখার সুযোগ পাবেন খালেদা জিয়া

প্রকাশিতঃ 6:49 pm | February 08, 2018

স্টাফ রিপোর্টার, কালের আলো:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর খালেদা জিয়াকে নাজিম উ্দ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় জেলখানার ডে কেয়ারে নেয়া হয়েছে। এখানেই তিনি কারাবাস ভোগ করবেন।

তিনি কি কি সুবিধা পাবেন এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, জেলকোড অনুযায়ী খালেদা জিয়ার যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা তার সবই তিনি পাবেন।

এদিকে জানা গেছে, খালেদা জিয়ার এই কারাবাসের সময় তার চিকিৎসার জন্য ২৪ ঘন্টা একজন ডাক্তার থাকবেন। এমনকি বেগম জিয়ার খাওয়ার আগে খাবার টেস্ট করবেন ডাক্তার।

দেখভালের জন্য একজন ডেপুটি জেলার থাকবেন। একটি পুরোনো ফ্রিজ দেয়া হয়েছে। পাশের রুমে গ্যাসের চুলায় রান্নার ব্যবস্থা করা হয়েছে। এ্ছাড়া দেশ বিদেশের খবর জানতে খালেদা জিয়া ইত্তেফাক, জনকন্ঠ এবং অবজারভার পত্রিকা পাবেন। তবে টেলিভিশন দেখার সুযোগ থাকলেও শুধু বিটিভি দেখার সুযোগ পাবেন।

এছাড়া খালেদা জিয়ার রুম নন এসি হবে। তিনি কোন এসির সুবিধা পাবেন না। তার নিরাপত্তার জন্য ২৫ জন কারারক্ষী মোতায়েন করা হয়েছে। এসব কারারক্ষীদের জেলের ভেতরেই থাকতে হবে।

 

কালের আলো/ওএইচ