মানবিক মূল্যবোধে জোর সিজিএস’র, ক্রীড়া প্রতিযোগিতায় উজ্জ্বল সৃজনকল্পের বহি:প্রকাশ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের
প্রকাশিতঃ 10:39 pm | February 07, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো :
সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ২৬টি ইভেন্টে প্রায় ২ হাজার ৫০০ জন শিক্ষার্থী নিজ নিজ জীবনের উজ্জ্বল সৃজনকল্পের বহি:প্রকাশ ঘটিয়েছেন রীতিমতো। নানা অনুসঙ্গের সম্মিলনে শক্তি ও সৌন্দর্য্যে এক সপ্রতিভ আড়ম্বরপূর্ণ ডিসপ্লে ফুটিয়ে তোলা হয় আবহমান বাংলার রূপ-রস-গন্ধের জোটবদ্ধতায়। দৃষ্টিনন্দন ডিসপ্লে যেন হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ।
পাশাপাশি জীবন চলার পথে প্রয়োজনীয় রণ কৌশল এবং খালি হাতে আত্মরক্ষার কৌশল কারাতের প্রদর্শন বা বিএনসিসি ক্যাডেটসহ বিভিন্ন প্লাটুনের আকর্ষণীয় কুচকাওয়াজ-সবকিছুই নজর কেড়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান থেকে শুরু করে অন্য অতিথিদেরও।
শিক্ষার্থীদের সৃজনশীলতার পরশে মহিমান্বিত ভাষার মাসে নয়নাভিরাম মনন-স্পর্শী, শ্রমে-ঘামে চলিষ্ণুতায় বয়ে যায় জীবনের অন্তঃশীল উচ্ছ্বাস আনন্দের ঢেউ। মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। মুগ্ধতা প্রকাশ করেন সেনাবাহিনীর সিজিএস’র জীবনসঙ্গী, বিশেষ অতিথি সারাহনাজ কমলিকা জামানও।
এসব ঘটনাপ্রবাহ বুধবার (০৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবসের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর সিজিএস লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘খেলাধুলার মাধ্যমে সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সামাজিক মূল্যবোধ, বন্ধুত্ব ও ঐক্য তৈরি হয়। জাগ্রত হয় দেশপ্রেম, বিকাশ ঘটে নৈতিক চরিত্রের।’
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর সিজিএস লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞান সম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন। এছাড়াও আদমজী ক্যান্টনমেন্ট কলেজের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ঢাকা সেনানিবাসের লজিস্টিক্স এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকীসহ সামরিক ও অসামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী পরিচালিত স্কুল কলেজসমূহে খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তার সৃজনশীল বিকাশ ঘটার পাশাপাশি নেতৃত্বের দক্ষতা অর্জিত ও জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে। ফলে মেধাবী নেতৃত্ব গড়ে তুলতে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর সবিশেষ গুরুত্ব দিয়ে চলছে সেনাবাহিনী পরিচালিত স্কুল কলেজসমূহ। এক্ষেত্রে নি:সন্দেহে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।
কালের আলো/এমএএএমকে