দু’দিনব্যাপী আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করলেন সিজিএস

প্রকাশিতঃ 2:41 pm | February 09, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে দু’দিনব্যাপী আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ টুর্নামেন্টে দেশি ও বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৫০০ জন গলফার অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্পন্সর, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি মহতি এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।কালের আলো/এমএএএমকে