এসএসসি পরীক্ষায় বোর্ড ফলাফলে সেরা ৫ মেধাবী পরীক্ষার্থীকে সম্মাননা, ঐতিহ্যকে সমুন্নত রাখার আশাবাদ এজি’র

প্রকাশিতঃ 8:30 pm | February 12, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

স্বপ্ন হয়েছে স্বার্থক। এসএসসি পরীক্ষার ফলাফলে মেধার দ্যুতি ছড়িয়ে তাঁরা প্রত্যেকে নিজ নিজ বোর্ডে সেরা হওয়ার সাফল্য অর্জন করেছেন। স্বপ্নিল স্মৃতির অবগুণ্ঠনে বুকের অতল গভীর থেকে মেধার গরিমায় আরও মর্যাদার আসনে তুলে ধরেছেন নিজেদের ক্যাডেট কলেজসমূহকে। বলা হচ্ছে ৫ মেধাবী পরীক্ষার্থী মুহতাসিম ফুয়াদ, মো. নাহিদ মুর্শেদ শাহ, মোঃ শাহরিয়ার রহমান, রায়হান কবির ও সৈয়দ আল ওয়াসীর কথা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে মেধা ও মননশীলতায় এসব সেরা মুখগুলোকে আরও উৎসাহিত করতে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বাংলাদেশ ক্যাডেট কলেজসমূহ থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে সংশ্লিষ্ট বোর্ড ফলাফলে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ক্যাডেটদেরকে অভিভাবকদের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল (এজি) ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন। তিনি তাদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন।

মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন লাল সবুজের বাংলাদেশকে বুকে লালন করতে এবং দেশকে গভীরভাবে ভালোবাসতে মেধাবীদের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি কৃতি ক্যাডেট ও তাঁদের অভিভাবকদের অভিনন্দন জানান। তাঁদের এই অর্জন ক্যাডেট কলেজের ঐতিহ্য ও সুনামকে সমুন্নত রাখবে ও অন্যান্য ক্যাডেটদের সাফল্য অর্জনে অনুপ্রেরণা যোগাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন।

আকাশ ছোঁয়া স্বপ্নে বিভোর এসব মেধাবীরা দিনটিতে ছিলেন ভীষণ উচ্ছ্বসিত। নিজেদের অভিভাবকদের উপস্থিতিতে এসএসসি’র নজরকাড়া সাফল্য সামনের দিনগুলোতেও ধরে রাখার দৃপ্ত অঙ্গীকার করেন তাঁরা।

Kআন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এসএসসি পরীক্ষার বোর্ড ফলাফলে মেধা তালিকায় এবার রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট মুহতাসিম ফুয়াদ প্রথম ও ক্যাডেট মোঃ নাহিদ মুর্শেদ শাহ দ্বিতীয়, ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট মোঃ শাহরিয়ার রহমান, রংপুর ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট রায়হান কবির এবং বরিশাল ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট সৈয়দ আল ওয়াসী দ্বিতীয় স্থানের গৌরব অর্জন করেন।

কালের আলো/এমএএএমকে