ক্রান্তিলগ্নে বাংলাদেশের পাশে ছিলেন প্রণব মুখার্জি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 8:25 pm | February 20, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশের ক্রান্তিলগ্নে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এবং দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ প্রণব মুখার্জি পাশে ছিলেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, বাংলাদেশের ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ছিলেন প্রণব মুখার্জি। ১-১১ এর সময়ও পাশে ছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ীর লেখা ‘প্রণব মুখার্জী: রাজনীতির ভেতর বাহির-প্রেক্ষিত বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগ করি, তাদের প্রথম পরিচয় আমরা বাঙালি। এরপর হিন্দু মুসলিম। এর জন্য প্রধান উৎসব পহেলা বৈশাখ।

বইমেলা এখন সারাদেশব্যাপী জানিয়ে হাছান মাহমুদ বলেন, বইমেলা শুধু কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়। কেউ প্রাণ ভরে শ্বাস নিতে আসে, কেউ নিজেকে খুঁজতে আসে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেসক্লাব অভ ইন্ডিয়ার তিনবার নির্বাচিত সভাপতি প্রথিতযশা সাংবাদিক গৌতম লাহিড়ী বাংলাদেশের বন্ধু। তাঁর এই তথ্যসমৃদ্ধ গ্রন্থ দু’দেশের অনন্য বন্ধুত্বের আরেক নজীর। বইটি সবাইকে পড়ে দেখার অনুরোধ জানাই।’

মোড়ক উন্মোচন মঞ্চে এ সময় গ্রন্থের লেখক গৌতম লাহিড়ী, ভুমিকা রচয়িতা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটাস ড. আতিউর রহমান তাদের বক্তব্যে বইটির উপজীব্য তুলে ধরে সকলকে পাঠের আহবান জানান।

একুশে পদকে ভুষিত স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, বইটির প্রকাশক আল হামরা প্রকাশনীর সত্ত্বাধিকারী খান মুহম্মদ মুরসালিন প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএস/এমএম