বুড়িগঙ্গায় নৌকা ডুবি, একই পরিবারের ৩ জন নিহত
প্রকাশিতঃ 1:51 pm | January 26, 2019
কালের আলো প্রতিবেদক:
বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন
শনিবার সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন- মতিউর রহমান মামুন (৫২), মমতাজ বেগম (৪৮) ও রোজিনা আক্তার (৪০)।
নিহত রোজিনার ছেলে শিশু আবির (৫) এখনও নিখোঁজ রয়েছে। তাদের বাড়ি কেরানিগঞ্জ থানায়।
দক্ষিণ কেরানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, কেরারিগঞ্জগামী একটি নৌকাকে শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে ধাক্কা দেয় চাঁদপুরগামী একটি জাহাজ। এতে নৌকায় থাকা এসব যাত্রী নিখোঁজ হন। আজ সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
কালের আলো/এএ/এমএইচএ