বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দসহ ৮ নেতা-কর্মী আটক
প্রকাশিতঃ 5:10 pm | February 09, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ডাদেশের প্রতিবাদে ও দলীয় চেয়ারপার্সনের মুক্তি দাবিতে ময়মনসিংহে কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হয়েছেন দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ ৮ বিএনপি নেতা।
আটক বাদ বাকী নেতা-কর্মীরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সদস্য আলম, নগর বিএনপি’র সদস্য মনির আহমেদ, জেলা যুবদল সদস্য মনির, আতাহার কামাল, রাজিব হোসেন, দেবদ্রুত দাস, আল আমিন ও আনিসুজ্জামান শুভ।
শুক্রবার বাদ জুম্মা নগরীর বাউন্ডারী রোড এলাকা থেকে মিছিল করার সময় তাদের আটক করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম দৈনিক কালের আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, নগরীর নতুন বাজার মোড় এলাকা থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে দলটি।
এ সময় নগর বিএনপি’র সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিলটি নগরীর নতুন বাজার থেকে বাউন্ডারী রোড হয়ে নওমহল এলাকায় যাবার পথে পুলিশ মিছিলকারীদের পেছন থেকে ধাওয়া করে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়া হয়। পরে পুলিশ দৌড়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ ৮ বিএনপি নেতাকে আটক করে।
কালের আলো/এসএ