শরিফুলের মেইডেন, নিজের বলেই ক্যাচ তাসকিনের
প্রকাশিতঃ 6:33 pm | March 06, 2024
ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
টি-টোয়েন্টিতে ডট বলও অনেক বড় ব্যাপার। শরিফুল ইসলাম বোলিং ইনিংস উদ্বোধন করতে নেমে করলেন মেইডেন। প্রথম ওভারে এক রানও নিতে পারেনি শ্রীলঙ্কা।
দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ এসে পেয়ে গেছেন উইকেটের দেখা। ৭ বলে ০ করে তাসকিনকেই ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন আভিষ্কা ফার্নান্ডো। ১ রানে ১ উইকেট শ্রীলঙ্কার।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাঁচামরার এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। অন্যদিকে ম্যাচ জেতার পরও একটি পরিবর্তন করেছে শ্রীলঙ্কা। আকিলা ধনঞ্জয়ার বদলে এসেছেন দিলশান মাদুশঙ্কা।
কালের আলো/এইচ/এসবি