৩ সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি
প্রকাশিতঃ 12:34 pm | March 11, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনার সময় মারধরের ঘটনায় তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজন আরেক সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকীকে মারধরের মামলার এজাহারভুক্ত আসামি।
সোমবার (১১ মার্চ) এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ।
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন- সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদ, জাকির হোসেন মাসুদ ও শ্যামা আক্তার।
কালের আলো/এমএইচ/এসবি