বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

প্রকাশিতঃ 7:00 pm | January 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮ ঘোষণা করা হয়েছে। পুরস্কার পেয়েছেন কবিতায় কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ / গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী।

সোমবার (২৮ জানুয়ারি) বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলার শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়।

একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮ ঘোষণা করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, একাডেমির সচিব আব্দুল মান্নান ইলিয়াস, একাডেমির পরিচালক, উপপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন।

কালের আলো/ওএইচ