ভুয়া সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা, গ্রেফতার ১
প্রকাশিতঃ 7:25 pm | March 21, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সিআইডির ভুয়া পরিদর্শক সেজে অসংখ্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. মোশারফ হোসেন নয়ন নামে এক ব্যক্তিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
বুধবার (২০ মার্চ) মধ্যরাতে জেলার কালিয়াকৈর থানা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, ওই প্রতারক সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইমু, টিকটক) ব্যবহার করে বিভিন্ন বয়সী মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সুযোগ বুঝে তাদের ভিডিও কল করে, কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতেন। নারীদের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তোলে নানা প্রলোভনে তাদের একান্ত ব্যক্তিগত ছবি সংগ্রহ করতেন ও পরে তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ই ছিল তার কাজ।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান এসব এ তথ্য জানান।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার নয়নের স্মার্টফোনে অসংখ্য মেয়ের আপত্তিকর ভিডিও ফুটেজ এবং ছবি পাওয়া যায়। সেসব ছবি এবং ফুটেজের ব্যাপারে অভিযুক্ত প্রতারক প্রাথমিকভাবে স্বীকারোক্তি প্রদান করেছেন।
জিজ্ঞাসাবাদে নয়ন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে নিজ পরিচয় গোপন রেখে প্রতারণার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেক ফেসবুক আইডি, ইমু, টিকটক) ব্যবহার করে সিআইডি ইন্সপেক্টর পরিচয়ে বিভিন্ন বয়সী মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে প্রতারণা করে আসছেন। তিনি সিআইডি ইন্সপেক্টর পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন টেইলার্স এর সঙ্গে সখ্যতা করে সিআইডির জ্যাকেটের আদলে জ্যাকেট তৈরি করে এবং অনলাইনে ফেসবুক মার্কেটপ্লেস থেকে ওয়াকিটকি ও পিস্তল সদৃশ গ্যাস লাইটার হোম ডেলিভারি নিয়ে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা করে আসছিলেন। সাইবার পুলিশ সেন্টারের অভিযানকালে এসব আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় পল্টন মডেল থানায় (ডিএমপি) একটি মামলা দায়ের করেছিলেন প্রতারণার শিকার তরুণী। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কালের আলো/ডিএস/এমএম