বদলে গেলো ফারমার্স ব্যাংকের নাম

প্রকাশিতঃ 8:17 pm | January 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বদলে গেলো বেসরকারি খাতে দি ফারমার্স ব্যাংকের নাম। পদ্মা ব্যাংক নামে নতুন নাম পেলো ব্যাংকটি।

এর মাধ্যমে তফসিলি ব্যাংকের তালিকায় পরিবর্তিত নামে যুক্ত হলো ফারমার্স ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক নীতিগত অনুমোদন দিয়েছে।

ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তনের বিষয়টি বুধবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক-প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) থেকে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’ এর নাম ‘পদ্মা ব্যাংক লিমিটেড’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।

কালের আলো/এএ/এমএইচএ