প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ 5:43 pm | May 03, 2024

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণ। বলা যায়, এই সিরিজটিই বিশ্বকাপের পূর্ব প্রস্তুতির সিরিজ।

গুরুত্বপূর্ণ এই সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করবে।

কালের আলো/এমএইচ/এসবি