ঢাকায় আওয়ামী লীগের শান্তি-উন্নয়ন সমাবেশ শনিবার
প্রকাশিতঃ 10:41 pm | May 10, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শনিবার (১১ মে) রাজধানীর মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এরই মধ্যে ১৮ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১০ মে) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ কথা জানায়। শনিবার দুপুর আড়াইটায় মোহাম্মদপুরের গজনবী রোডে এ সমাবেশ হবে।
বৃহস্পতিবার (০৯ মে) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-দপ্তরর সম্পাদক আব্দুল আউয়াল শেখকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্) আবু ইউসুফ। চিঠিতে বলা হয়, বুধবার (০৮ মে) করা আবেদনের প্রেক্ষিতে কিছু শর্তাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে সমাবেশের অনুমতি দেওয়া হলো।
কালের আলো/এমএস/এমডিআর