সেঞ্চুরিতে উচ্ছ্বসিত গিল ২৪ লাখ রুপি জরিমানায় বিষণ্ন
প্রকাশিতঃ 2:23 pm | May 11, 2024
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
শুবমান গিল ও সাই সুদর্শনের জোড়া সেঞ্চুরিতে চেন্নাই সুপার কিংসকে ৩৫ রানে হারিয়েছে গুজরাট টাইটানস। দারুণ জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে গুজরাট।
তবে হাইস্কোরিং ম্যাচে দলের দুর্দান্ত জয় আর নিজের ৫৫ বলে ১০৪ রানের দারুণ ইনিংস খেলার আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি গিল। ম্যাচ শেষের পর তাকে গুণতে হয়েছে জরিমানা। এতে গিলের উচ্ছ্বসিত চেহারা খানিক পরেই হয়ে গেছে বিষণ্ন।
স্লো-ওভাররেটের কারণে গিলকে ম্যাচ ফির ২৫ শতাংশ (২৪ লাখ রুপি) জরিমানা করা হয়েছে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা-বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ গুজরাট অধিনায়ককে এই জরিমানা করেছে।
তবে গিল শুধু একাই নন, জরিমানা করা হয়েছে একাদশে থাকা বাকি ক্রিকেটারদেরও। এমনকি ইমপ্যাক্ট প্লেয়ারকে জরিমানা থেকে রেহাই দেওয়া হয়নি।
জরিমানা সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘যেহেতু আইপিএলের ন্যূনতম ওভার রেট অপরাধ সংক্রান্ত আচরণবিধির অধীনে এটি তার (গিল) দলের দ্বিতীয় অপরাধ ছিল, তাই গিলকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ারসহ একাদশের বাকি সদস্যদের প্রত্যেককে পৃথকভাবে জরিমানা করা হয়েছে। তাদের জরিমানা করা হয়েছে ৬ লাখ রুটি অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ। যেটি কম হবে, সেটি জরিমানা হিসেবে আদায় করা হবে।’
চলতি আইপিএলে ১২ ম্যাচে ৫টিতে জয় পেয়েছে গুজরাট। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে গিলের দল। বাকি ম্যাচগুলো জিতলে শেষ চারে জায়গা করে নিতে পারবে গুজরাট।
কালের আলো/এমএস/এমডিআর