আয়ারল্যান্ডকে হারানোয় পাকিস্তানকে বিশ্বসেরা বলছেন নাকভি

প্রকাশিতঃ 6:22 pm | May 16, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহুর্তে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে পাকিস্তান। এই সিরিজটি দ্বিপাক্ষিক হলেও মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই নিয়েছে দুই দল। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। এমন ফলাফলে খুশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

নিজেদের বিশ্ব সেরা দল হিসেবেও দাবি করেছেন নাকভি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পিসিবি চেয়ারম্যান পাকিস্তান ক্রিকেট দলকে সিরিজ জয়ের অভিনন্দন জানাতে গিয়ে এমনটা লিখেছেন। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের পারফরম্যান্সের জন্য বেশ প্রশংসাও করেছেন।

তিনি লিখেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন! টিম ওয়ার্ক এবং নিবেদনের সাথে তোমরা বিশ্বের সেরা দল হিসাবে প্রমাণিত হয়েছো। ইংল্যান্ডের সিরিজ এবং বিশ্বকাপের জন্য শুভকামনা।’

বিশ্বকাপের আগে আরও একটি সিরিজ খেলবে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই বাবরের দল। লিডস, বার্মিংহাম, কার্ডিফ ও লন্ডনে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২, ২৫, ২৮ ও ৩০ মে।

কালের আলো/এমএস/এমডিআর