ভেজাল প্যারাসিটামল : একজনের সাজা, তিনজন খালাস
প্রকাশিতঃ 4:32 pm | February 07, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
২৬ বছর আগে ভেজাল প্যারাসিটামল তৈরির অভিযোগে করা মামলায় তৎকালীন পলিক্যাম ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক আবদুর রবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি তিন আসামি পলিক্যাম ল্যাবরেটরিজের ব্যবস্থাপক এ এম এম গোলাম কাদের এবং ফার্মাসিস্ট মো. মাহবুবুল আলম ও দেলোয়ার হোসেনকে খালাস দেয়া হয়েছে।
আবদুর রবকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার ঔষধ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এ রায় ঘোষণা করেন।
আবদুর রব এ মামলায় জামিনে ছিলেন। রায় ঘোষণার আগে তিনি আদালতে উপস্থিত হন। রায় ঘোষণার পর আপিল করার শর্তে তিনি জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
খালাস পাওয়া আসামিদের মধ্যে মাহবুব ও দেলোয়ারও রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। আর অপর আসামি কাদের পলাতক রয়েছেন।
এ মামলার আরেক আসামি পলিক্যামের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদের মৃত্যু হওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, প্যারাসিটামল সিরাপে বিষাক্ত উপাদান থাকায় ১৯৮৯ থেকে ১৯৯২ সালের মধ্যে বহু শিশু কিডনি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়।
বিষয়টি উদঘাটিত হওয়ার পর পলিক্যাম ল্যাবরেটরিজসহ পাঁচ কোম্পানির তৈরি প্যারাসিটামল সিরাপে ক্ষতিকর ডাই-ইথিলিন গ্লাইকলের উপস্থিতি ধরা পড়ে।
এরপর ওষুধ প্রশাসন অধিদফতর ১৯৯৩ সালের জানুয়ারিতে পলিক্যামের পরিচালক আবদুর রবসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
২০১৫ সালের অক্টোবরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।মামলায় রাষ্ট্রপক্ষে তিনজন প্রদান করেন।অপরদিকে আসামিপক্ষে একজন সাফাই সাক্ষ্য দেন।
কালের আলো/এএ/এমএইচএ