যুক্তরাষ্ট্র ফুটবলে সবচেয়ে বেশি অর্থ আয় করেন কে

প্রকাশিতঃ 10:20 am | May 17, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ফুটবলে সেরা তারকা লিওনেল মেসি; এতে মনে হয় কারো কোনো সন্দেহ নেই। তবে মেসি কি অর্থ উপার্জনের দিক থেকেও সবার উপরে? এই প্রশ্নটির উত্তর হয়তো অনেকেই জানেন না। যদি বরাবরই মেসিও আয় নিয়ে সবসময়ই আগ্রহ থাকে ফুটবলভক্তদের। প্রশ্নটির উত্তর হলো- হ্যাঁ, এমএলএসে সবচেয়ে বেশি উপার্জন করেন মেসিই।

এমএলএস প্লেয়ারস অ্যাসেসিয়েশনের প্রকাশিত উপাত্ত অনুসারে, মেজর সকার লিগে সবচেয়ে বেশি অর্থ পান ইন্টার মিয়ামির তারকা ফরোয়ার্ড মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই তারকা ইন্টার মিয়ামি থেকে আয় করেন বছরে ২ কোটি ৪ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা।

এটা তো গেল কেবল খেলা থেকে মেসির আয়। এছাড়া বিজ্ঞাপন থেকেও অর্থ পেয়ে থাকেন মিয়ামি তারকা। অনেক বড় কোম্পানির দূত হিসেবে কাজ করেন তিনি। বিখ্যাত কোম্পানি ‘এডিডাস’ থেকে বিশাল অংকের অর্থ পান আর্জেন্টাইন তারকা। মেজর সকার লিগের খেলা সম্প্রচারকারী প্রতিষ্ঠান থেকে ‘অ্যাপল’ এর অর্জিত মুনাফা থেকে অর্থ বরাদ্দ থাকে মেসির জন্য।

গত বছর পিএসজি থেকে মিয়ামিতে নাম লেখান মেসি। বিশাল অংকের অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে চুক্তি করেন মেসি। খেলাধুলা বিষয়ক স্থানীয় গণমাধ্যম ‘স্পোর্টিকা’ জানিয়েছে, মিয়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছেন মেসি। আর এই সময়ের মধ্যে মিয়ামির কাছ থেকে ১৫০ মিলিয়ন ডলার আয় করবেন তিনি।

অর্থ আয়ের দিক থেকে মেসির পরে আছেন টরেন্টো এফসির ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিগনে। খেলার বিনিময়ে ইতালির এই তারকা নেন ১ কোটি ৫৪ লাখ ডলার।

তালিকায় তৃতীয়স্থানে আছেন মিয়ামিতে মেসির সতীর্থ সার্জিও বাসকেটস। তিনি মিয়ামি থেকে নেন ৮৭ লাখ ডলার। চতুর্থস্থানে আছে চিকাগো এফসির ফরোয়ার্ড জার্ডান শাকিরি (৮১ লাখ ডলার) আর পঞ্চমস্থানে আছেন অস্টিন এফসির ফরোয়ার্ড সাবাস্টিয়ান রিউইসি (৬৭ লাখ ডলার)।

কালের আলো/এমএস/এমডিআর