সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলাম

প্রকাশিতঃ 11:25 am | May 20, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) এর উপাচার্য নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি ও এসইইউ-এর চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিন চার বছর মেয়াদে তাকে এ পদে নিযুক্ত করেছেন।

রোববার (১৯ মে) তিনি এ পদে যোগদান করেন।

অধ্যাপক মাহবুবুল ইসলাম বাংলাদেশ, যুক্তরাজ্য এবং মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৬ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা এবং বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ছিলেন।

তিনি ওপেন ইউনিভার্সিটি মালয়েশিয়ায় খণ্ডকালীন শিক্ষক হিসেবে এবং ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নে সকল সহকর্মীদের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

কালের আলো/এমএস/এমডিআর