কবি-কথাশিল্পী রকিবুল হাসানের কবিতা: তোমাকে গুরুত্ব না দিলেই হলো
প্রকাশিতঃ 11:35 am | May 21, 2024
সাহিত্য ডেস্ক, কালের আলো:
তোমাকে আর গুরুত্ব না দিলেই হলো
তখন তেমন কোনো সমস্যা থাকে না
মাথাব্যথা থাকে না
চোখব্যথা থাকে না
অযথা আর আগুনে পোড়ানো থাকে না।
তবে গভীর রহস্য তো থেকেই গেলো
যে কথা তোমাকে বলা হবে না কখনো
মাটিতে রহস্য থাকে
নদীতে রহস্য থাকে
বৃক্ষের রহস্য থাকে
দূর-পথের রহস্য থাকে
তোমারও আছে
কোনো রহস্যেই ডুবসাঁতার খেলার
প্রয়োজন নেই
তোমাকে আর গুরুত্ব না দিলেই হলো
তোমাকে না ভাবলেই হলো
কারণ বরাবরই তুমি তোমার মতোই
কেউই কারও মতো হয় না কখনো
কেউই কারও নয়
অযথা মানুষ ভুল অঙ্কে স্বপ্ন কষে।
কালের আলো/এমএএইচ/ইউএইচ