এক ওভারে ২ উইকেট নিলেন রিশাদ

প্রকাশিতঃ 10:03 pm | May 23, 2024

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

আজও ব্যাটিংয়ে দারুণ শুরু করেছে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। শুরুর পাওয়া প্লেতে তারা কোনো উইকেট হারায়নি। তবে আক্রমণে এসেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দিলেন রিশাদ হোসেন।

এই লেগ স্পিনার নিজের প্রথম ওভার করতে এসেই শিকার করলেন জোড়া উইকেট। ইনিংসের ৭ম ওভারের চতুর্থ বলে রিশাদকে লং অনের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তানজিদ তামিমের হাতে ধরা পড়েন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩১ রান।

পরের বলেই আন্দ্রে গুয়েসকে ফিরিয়েছেন রিশাদ। এবার অফ স্টাম্পের বাইরে গুড লেংথে রেখেছিলেন রিশাদ, সেখানে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপারের হাতে। গোল্ডেন ডাক খেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারের খেলা শেষ হয়েছে। যেখানে ২ উইকেট হারিয়ে ৬৮ রান তোলেছে যুক্তরাষ্ট্র।

কালের আলো/এমএস/এমডিআর