চ্যালেঞ্জ মোকাবিলায় আস্থায় জননিরাপত্তা বিভাগের নতুন সচিব জাহাংগীর আলম
প্রকাশিতঃ 10:52 am | May 26, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
সচিব হওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মো.জাহাংগীর আলম। এবার একই মন্ত্রণালয়ের পূর্ণ সচিব হিসেবে ফিরছেন মন্ত্রণালয়টিতে। মাঝখানে প্রায় দেড় বছরের বেশি সময় ছিলেন নির্বাচন কমিশনের সচিব। তাঁর সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকারের আস্থাভাজন এ সচিব যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই সফল হয়েছেন। বর্ণাঢ্য চাকরি জীবনে স্বাতন্ত্র্যে উজ্জ্বল করেছেন নিজেকে। উন্নয়ন অগ্রগতির ধারাপাতে কন্ঠ মিলিয়েছেন। অর্জন, অগ্রগতি আর সাফল্যের ফানুস উড়িয়েছেন।
তাঁর প্রতি পূর্ণ আস্থা রেখেই এবার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি কর্মস্থলেই গভীর দেশপ্রেম আর মুক্তিযুদ্ধের অনির্বাণ চেতনায় হৃদয়ার্ঘ্যেই পালন করেছেন দায়িত্ব। ক্লিন ইমেজের এই সচিব প্রজ্ঞা, মেধা ও আত্মার মননকে বিকশিত করার প্রাণবন্তকর প্রয়াসে জননিরাপত্তা বিভাগকেও আরও দুর্বার গতিধারায় এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সব রকমের চ্যালেঞ্জ মোকাবিলায় পারঙ্গম এই আমলা বেশ গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে নিয়োগের পর থেকেই সিক্ত হচ্ছেন ভালোবাসার পুষ্পধারায়, রঙিন আভায়। জননিরাপত্তা বিভাগের কর্মকর্তারাও হয়ে উঠেছেন উদ্দীপ্ত। ফুলেল ভালোবাসায় বরণ করে নেয়ার প্রস্তুতি চলছে নতুন অভিভাবককেও। তাঁর দক্ষতা ও অভিজ্ঞতার মিশেলে নতুন মাত্রা পাবে জননিরাপত্তা বিভাগ।
মঙ্গলবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো.জাহাংগীর আলমকে। তিনি বিদায়ী সচিব মো. মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
টানা তৃতীয় মেয়াদে প্রজ্ঞাময়তায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে সফলতার সঙ্গেই নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। প্রধানমন্ত্রীকে নিজের কাজের অনুপ্রেরণা ভেবে পথচলা এই মন্ত্রীর কার্যকর নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বিশ্বে উদাহরণ হয়ে উঠেছে বাংলাদেশ। এই মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব বেশ চ্যালেঞ্জিং। দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সফলতা নির্ভর করে একটি গতিময় টিম ওয়ার্কের ওপর। মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করে যাওয়া সচিবরা যোগ্যতার পরিচয় দিয়েছেন। এক্ষেত্রে নতুন সচিব মো.জাহাংগীর আলমও স্বপ্ন, সংগ্রাম, সংকল্পে অদম্য গতিতে কাজ করার স্বাক্ষর রেখে নিজেকে অতীতেও উত্তীর্ণ করেছেন। যোগ্য হিসেবেই সরকারপ্রধান শেখ হাসিনার গুডবুকে ঠাঁই করে নিয়েছেন।
অধিক গুরুত্বপূর্ণ এই বিভাগের অধীনে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও র্যাব রয়েছে। এই বিভাগে সচিব করতে সরকার একজন দক্ষ ও আস্থাভাজন কর্মকর্তাকে খোঁজ করছিল। সেই মোতাবেক প্রধানমন্ত্রীর আস্থা-বিশ্বাস অর্জন করেছেন বিদায়ী ইসি সচিব মো.জাহাংগীর আলম।
এক নজরে নতুন সচিব মো.জাহাংগীর আলম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নতুন সচিব মো.জাহাংগীর আলম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। তাঁর জন্মস্থান পটুয়াখালী।
১৯৯৪ সালের ২৫ এপ্রিল সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় তিনি যোগদান করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বগুড়া জেলার আদমদিঘী, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া, নারায়ণগঞ্জ জেলার বন্দর, ঢাকা জেলার কেরানীগঞ্জ ও দোহার উপজেলায় দায়িত্ব পালন করেন । উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি), ভোলা জেলার ভোলা সদর ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া উপসচিব হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জেলাপ্রশাসক হিসেবে বাগেরহাট এবং কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেছেন। যুগ্মসচিব হিসেবে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অতিরিক্ত সচিব হিসেবে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২২ সালের ২৭ অক্টোবর তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়। ওই বছরের ২ নভেম্বর তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব পদে যোগদান করেন।
কালের আলো/এমএএএমকে