ঢাকায় জাল টাকার কারখানার সন্ধান

প্রকাশিতঃ 6:04 pm | June 08, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর কদমতলীর দনিয়ায় কোটি টাকার জাল নোটসহ সেগুলো তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (০৮ জুন) সকালে ডিবি লালবাগ বিভাগের অভিযানে জাল টাকার মাফিয়া জাকিরকে আটক করা হয়েছে।

ডিবি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান জানান, দনিয়ায় কারখানাসহ কোটি টাকার জাল নোটের সন্ধান পাওয়া গেছে। অভিযানে জাল টাকার মাফিয়া মাফিয়া জাকিরকে আটক করা হয়েছে।

কারখানায় অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

কালের আলো/ডিএইচ/কেএ