সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
প্রকাশিতঃ 9:12 pm | June 18, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি রূপায়ন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। অর্থঋণ মোকদ্দমা নম্বর-৩০৪/২৩ সংক্রান্তে ৬ মাসের কারাদণ্ডের পরোয়ানাভুক্ত আসামি ছিলেন তিনি।
মঙ্গলবার (১৮ জুন) আন্দরকিল্লা রাজাপুকুর লেইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপায়ন বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
কালের আলো/ডিএইচ/কেএ