১২ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিতঃ 2:08 pm | June 21, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নারায়ণগঞ্জের সানারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মামলায় সাজা পরোয়ানাভুক্ত ও ১১টি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাযুক্ত আসামি ফিরোজ বাবুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার (২০ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এটিইউর পুলিশ সুপার (এসপি) মোছা. শিরিন আক্তার জাহান জানান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অধিযাচনপত্রের ভিত্তিতে নারায়ণগঞ্জের সানারপাড়া এলাকা থেকে ১২ মামলার পরোয়ানাভুক্ত আসামি ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ফিরোজ দীর্ঘদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালের আলো/ডিএইচ/কেএ