সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবার, ধন্যবাদ ও কৃতজ্ঞতা ড.শফিউদ্দিনের
প্রকাশিতঃ 9:53 pm | June 22, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (২২ জুন) তিনি এ বিদায়ী দরবার গ্রহণ করেন ও মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় সকল সেনানিবাস হতে সেনাসদস্যগণ ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে সংযুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করেন।
আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী প্রধান তাঁর বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
এছাড়াও তিনি দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
দরবারে ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাগণসহ অন্যান্য কর্মকর্তাগণ, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম