নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখছে পুলিশ : আইজিপি
প্রকাশিতঃ 7:32 pm | June 25, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখছে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে খুলনা জেলা পুলিশ লাইনসে খুলনা বিভাগের সকল পুলিশ ইউনিট ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অফিসার এবং ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
পুলিশপ্রধান বলেন, আমরা দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করবো, মানুষকে সেবা দিয়ে গর্বিত হবো।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, দেশে-বিদেশে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, লজিস্টিকস বাড়িয়েছেন। ফলে পুলিশ বাহিনীর সক্ষমতা বেড়েছে।
আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
এর আগে আইজিপি নগরীর খালিশপুরে কেএমপির পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন। তিনি খুলনা জেলা পুলিশ লাইনসে খুলনা জেলা পুলিশের নবনির্মিত সার্ভিস ব্লক ভবন উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
পরে আইজিপি খুলনা বিভাগে কর্মরত সকল ইউনিটের অফিসারদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক এবং কেএমপি ও খুলনা রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আইজিপির সাথে ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম