খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোলাইপাড়ে দোয়া মাহফিল
প্রকাশিতঃ 12:57 pm | June 26, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে শ্যামপুর,-কদমতলী থানা বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর দোলাইপাড়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য বিলুপ্ত কমিটি যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর, হাজী মোজাম্মেল হোসেন, বিএনপি নেতা তরিকুল ইসলাম পলাশ, নাসির মোল্লা, ইমতিয়াজ আহমেদ টিপু, শুভ শিকদার, রাজু আহমেদ, রাজন মিয়া, কামাল হোসেন, পিন্টু, মার্শেল, রাব্বি রায়হান, রুবেল আহমেদসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কালের আলো/ডিএইচ/কেএ