খাল উদ্ধারে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযানে ডিএনসিসি
প্রকাশিতঃ 5:13 pm | June 29, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
২০ বছর ধরে দখল হওয়া মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রোসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদে তৃতীয় দিনের মতো অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
শনিবার (২৯ জুন) স্থাপনা অপসারণের পাশাপাশি খাল খনন করে চালু করা হচ্ছে পানিপ্রবাহ। সিটি করপোরেশন জানায়, উদ্ধার কাজ শেষে খালটির চারদিকে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে।
ডিএনসিসির অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এবং ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে ৯টি পাকা স্থাপনা, একটি হাউজিঙের গেট এবং আশেপাশের বেশ কিছু ছোট স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ও স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।
খাল ও খালের পাড় দখল করে একটি বাণিজ্যিক ফার্ম ও কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন খালের জায়গা উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।
তিনদিনের অভিযানে প্রায় ৭০টি স্থাপনা গুড়িয়ে দিয়ে এখন পর্যন্ত ২০ বিঘা জমি উদ্ধার করা হয়েছে। এছাড়া রামচন্দ্রপুর খালের ১০ টন বর্জ্য পরিষ্কার করে খনন কাজ চালানো হয়।
কালের আলো/ডিএস/এমএম