রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
প্রকাশিতঃ 11:49 am | July 04, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট, ২৮৬ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল ও ৩২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
কালের আলো/ডিএইচ/কেএ