কুমিল্লায় ওভারটেক করতে গিয়ে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
প্রকাশিতঃ 10:46 am | February 17, 2019
কালের আলো প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ওভারটেক করতে গিয়ে ট্রাকে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার গাঙ্গরা বেতিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আসলাম মোল্লা (৬০), হাসি মিয়া (৫০), আবদুস সালাম (৫০), আনোয়ার হোসেন (৫০) ও চায়না হিজরা (৪৮)। নিহতরা সবাই খুলনার খালিসপুরের দীঘলিয়া এলাকার বাসিন্দা।
চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল ইসলাম জানান, খুলনার খালিশপুর থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম মাউজভাণ্ডার দরবারে যাচ্ছিল।
বাসটি চৌদ্দগ্রামের গাঙ্গরা বেতিয়ারা এলাকায় পৌঁছলে ওভারটেক করার সময় লোহার অ্যাঙ্গেল বহনকারী একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে।
এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন এবং আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালের আলো/এ/এমএইচএ