প্রথম সফরে যুক্তরাজ্যে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, আরও সুদৃঢ় হবে দু’দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক
প্রকাশিতঃ 9:30 pm | July 15, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সোমবার (১৫ জুলাই) যুক্তরাজ্যের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলে মনে করছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
জানা যায়, বাঙালি জাতির ইতিহাসের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের শুভ সূচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশটির সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতাও ক্রমশও বাড়ছে। ৫টি অত্যাধুনিক সি-১৩০জে পরিবহন বিমান যুক্তরাজ্য সরকারের সঙ্গে ক্রয় চুক্তির মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে। সামনের দিনগুলোতেও এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছে ঢাকা-লন্ডন।
সূত্র জানায়, চলতি বছরের ১১ জুন হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে নেতৃত্বভার গ্রহণ করেন। এ দায়িত্বভার গ্রহণের ১ মাস ৪ দিনের মাথায় তিনি প্রথমবারের মতো বন্ধুপ্রতীম দেশ যুক্তরাজ্য সফর করছেন। স্বভাবতই এ সফরকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবেই মনে করা হচ্ছে। যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স এর চীফ অব দ্যা এয়ার স্টাফ এয়ার চীফ মার্শাল স্যার রিচার্ড নাইটন এর আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তাঁর স্ত্রী সালেহা খানকে সঙ্গে নিয়ে ১৬ থেকে ২৩ জুলাই টানা ৮ দিন দেশটিতে ব্যস্ত সময় অতিবাহিত করবেন। গুরুত্বপূর্ণ সফরটিতে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আরও দু’জন। আগামী ২৪ জুলাই তিনি দেশে ফিরবেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রয়্যাল এয়ার ফোর্স এর আয়োজনে লন্ডনে অনুষ্ঠিতব্য গ্লোবাল এয়ার এন্ড স্পেস চীফস কনফারেন্স-২০২৪’-এ যোগদান করবেন। কনফারেন্সে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগদান করবেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজ নিজ অপারেশন কৌশল, প্রশিক্ষণ, সামরিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মত বিনিময় করবেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান আরএএফ ফেয়ারফোর্ডে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম একটি বড় এয়ার শো রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু-২০২৪’-এ যোগদান করবেন। পরে তিনি যুক্তরাজ্যের ফার্নবরো শহরে অনুষ্ঠিতব্য ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ার শো’ উদ্বোধনী অনুষ্ঠান পরিদর্শন করবেন। অংশগ্রহণ করবেন লন্ডনে অবস্থিত কানাডিয়ান হাইকমিশনে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স এর শতবর্ষীয় সংবর্ধনায়।
কালের আলো/এমএএএমকে