ধ্বংসযজ্ঞে স্তম্ভিত নৌবাহিনী প্রধান, দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড রুখে দেয়ার দৃঢ় অঙ্গীকার

প্রকাশিতঃ 11:21 pm | July 25, 2024

বিশেষ সংবাদদাতা/বাগেরহাট প্রতিবেদক, কালের আলো:

সম্প্রতি আন্দোলন চলাকালীন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতা বিরোধী অপশক্তি যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেটি দেখে স্তম্ভিত নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি ক্ষোভের সুরেই বলেছেন, ‘সন্ত্রাসীরা যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা কোনো বিবেকবান মানুষ সহ্য করতে পারে না।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে এবং যে কোনো নাশকতামূলক ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড রুখতে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে।’

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১১টায় মোংলা সমুদ্র বন্দরে পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নৌবাহিনী প্রধান বলেন, সরকারের নির্দেশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ঠিক রাখতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। চলমান পরিস্থিতি থেকে দেশের মানুষ খুব শিগগির স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবে।’

জানা যায়, চট্টগ্রাম বন্দরসহ অন্যান্য বন্দর, বঙ্গবন্ধু টানেল, ইস্টার্ন রিফাইনারি, পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কম্পানি, বঙ্গবন্ধু টানেলসহ উপকূলবর্তী গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে নৌবাহিনী। এসব কার্যক্রম নিজে অবলোকন করতে গত মঙ্গলবার (২৩ জুলাই) চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পর বৃহস্পতিবার (২৫ জুলাই) মোংলা বন্দর পরিদর্শন করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। সকল বন্দরের কার্যক্রম অব্যাহত রাখতে নিজেদের সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করছে নৌবাহিনী
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আরও বলেন, ‘সকলের গর্ব পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেশের আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল রাখতে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বন্দরকে ঘিরে গড়ে ওঠা শিল্প এলাকা, ইপিজেডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী কাজ করে যাচ্ছে।’

সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য গণমাধ্যম সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।’ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান নৌবাহিনী প্রধান।

সকলের সহযোগিতা পেলে দেশের চলমান পরিস্থিতি থেকে খুব শিগগিরই উত্তরণ এবং দেশকে পুনরায় উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান ও খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার এডমিরাল গোলাম সাদেকসহ পদস্থ কর্মকর্তারা।

কালের আলো/এমএএএমকে