নিম্ন আয়ের ৫ শতাধিক মানুষের মাঝে উজ্জ্বল হাসির দ্যুতি ছড়ালো নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ

প্রকাশিতঃ 10:44 pm | July 27, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ)। স্বকীয় আবহে রাঙিয়ে দিলো নিম্ন আয়ের ৫ শতাধিক দু:স্থ ও অসহায় মানুষের ভুবনকে। ছড়িয়ে দিলো উজ্জ্বল হাসির দ্যুতি। মানবতার অনন্য আভায় উপস্থাপন করলো নিজেদের। দেশের উদ্ভুত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে জনকল্যাণমূলক এই প্রতিষ্ঠানটি শনিবার (২৭ জুলাই) মিরপুর-১৪’তে ঢাকাস্থ নাবিক কলোনী এলাকায় দু:স্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর পত্নী ও বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) এর প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা ৫ শতাধিক ভাগ্যবিড়ম্বিত মানুষের হাতে তুলে দেন চাল, ডাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী। অনাবিল হাসি ফুটিয়ে তুলেন গরিব ও অসহায় মানুষের মুখে।

নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ বরাবরই দুর্যোগে-দুর্বিপাকে ত্রাণ বিতরণসহ নানা কর্মযজ্ঞে মানবতার প্রোজ্জ্বল আভায় নিজেদের উপস্থাপন করেছেন। এবারও প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে তাদের দায়িত্বশীলতা ও মানবিকতার প্রশংসায় অনবদ্য আলাপচারিতা অসহায়ের মর্মমূল থেকেই উচ্চারিত হচ্ছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায়, গরিব ও দু:স্থ জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ এ উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা এ সময় উপস্থিত সকলের খোঁজ খবর নেন এবং গরিব-দু:স্থ জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন।বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ মানুষের কল্যাণে সর্বদা সহায়তা প্রদান করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট হয়ে এসব সুবিধাবঞ্চিত মানুষের মুখে এক চিলতে হাসির আভা ছড়িয়ে যেন মানসিক তৃপ্তি পেয়েছেন বিএনএফডব্লিউএ এর প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা। তিনি মনে করেন, একটু ভালোবাসা, সহানুভূতি ও আন্তরিকতাই পারে এসব মানুষের সুন্দর জীবন নিশ্চিত করতে। সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে এই প্রয়াস।

এ সময় ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল, বানৌজা হাজী মহসীন অধিনায়ক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে