‘ওয়ান ম্যান আর্মি’র মত লড়ে যাচ্ছেন ব্যারিস্টার সুমন
প্রকাশিতঃ 8:04 pm | February 18, 2019
কালের আলো রিপোর্ট:
তার সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই! সৈয়দ সায়েদুল হক সুমন! পেশায় একজন ব্যারিস্টার। কিন্তু দায়িত্ব নিয়েছেন সমাজ বদলে দেয়ার। একাই এর জন্যে লড়ে যাচ্ছেন ‘ওয়ান ম্যান আর্মি’র মত করে।
মাত্র কিছুদিন আগের কথা…
ঢাকা-নরসিংদী হাইওয়ে দিয়ে যাওয়ার সময় সায়েদুল হক দেখলেন পল্লীবিদ্যুতের একটা পিলার রাস্তার ওপরেই খুঁটি গেঁড়ে দাঁড়িয়ে আছে! কয়েকবছর হয়ে গেছে এটার বয়স, কিন্ত রাস্তা থেকে এটা সরানো হয়নি। এই খুঁটির কারণে রাস্তায় দুর্ঘটনা ঘটেছে! স্থানীয় লোকজনের অভিযোগ প্রায় ৩ বছর হলো এই খুটি রাস্তায়! বহুবার অভিযোগ দিয়েছে প্রশাসন এবং পল্লীবিদ্যুতে, কিন্তু কাজ হয়নি, পিলার সরেনি।
তারপর সায়েদুল হক সুমনের লাইভ ভিডিওর মাত্র ১২ ঘন্টার মধ্যে খুটি অপসারণ করে পল্লী বিদ্যুৎ।
শুধু তাই নয়! একই ভাবে সারা দেশব্যাপী যত ঝুকিপূর্ণ এবং মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি আছে, যেগুলো জানমালের ক্ষয়ক্ষতি করতে পারে, ঘটতে পারে দূর্ঘটনা — সেগুলো সরানোর নির্দেশ জারি করেছে হাইকোর্ট।
আরেকটা ঘটনা…
স্থান ঢাকার গুলিস্তান! গুলিস্তানের সুরিটোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ! জজকোর্ট থেকে হাইকোর্টের দিকে যাওয়ার সময় হঠাৎই স্কুলের সামনে এই বিশাল ডাস্টবিনটি নজরে আসে সায়েদুল হকের, কিংবা বলা ভালো যে, ডাস্টবিনের আড়ালে স্কুলটি চোখে পড়ে। স্কুলের মূলফটকের ঠিক বাইরেই ডাস্টবিনটির অবস্থান। ময়লা আবর্জনা যত্রতত্র ছড়িয়ে আছে, এমনকি রাস্তার ওপরে এবং স্কুলের গেটের সামনেও!
এত বিশাল ডাস্টবিনের ভাগাড়ের পাশেই একটা স্কুল, যেখানে শয়ে শয়ে ছাত্রছাত্রী টেনে নিচ্ছে ক্ষতিকর জীবানু আর দুর্গন্ধ। একটা স্কুল একটা জাতির ভবিষ্যত! আর কি না তারই সামনে ফেলে রাখা হচ্ছে ময়লা—! কিন্তু কারো এতে ভ্রুক্ষেপ নেই। ব্যারিস্টার সুমন এইবার ডাস্টবিনের ভাগাড়ের উপর দাড়িয়ে গেলেন– লাইভ ভিডিও ছাড়লেন— জাতির কাছে প্রশ্ন — প্রশাসনের কাছে — হাউ ওয়াজ দেট??
এইতো শিক্ষা এইতো সভ্যতা এইতো আলো! এমন মানুষই তো আমরা চাই। কারো কাছে ম্যাজিক ল্যাম্প নেই! মুহূর্তেই কেউ সব কিছু সমাধান করতে পারে না! কিন্তু সবাই চেষ্টা করলে একটা সুন্দর দেশ গড়তে পারে! পারে অনেক অসম্ভব কে সম্ভব করতে! এই সুমনের মতো প্রত্যেক টা জেলায় প্রত্যেক টা থানায় পাড়ায় মহল্লায় গ্রামে একটা করে মানুষ থাকলে দেশের চেহারাটাই পালটে যাবে।
কালের আলো/ওএইচ