তোপের মুখে সাকিবের পাল্টা প্রশ্ন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
প্রকাশিতঃ 5:05 pm | July 31, 2024
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। দীর্ঘদিন থেকে তার ব্যাটে নেই রান। ওয়ানডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাটে-বলে ব্যর্থ তিনি। তবে ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে এখনও চাহিদার শীর্ষে তিনি। এই মুহূর্তে তিনি ব্যস্ত কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। এদিকে বাংলাদেশ পার করছে অস্থির সময়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সহিংসতায় প্রাণ হারিয়েছে অনেক মানুষ। ক্রীড়াঙ্গনের অনেক তারকাই ছাত্রদের এই আন্দোলনে সংহতি জানালেও দেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় তারকা নিশ্চুপ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কদিনের জন্য দেশে ফিরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে মেজর লিগ ক্রিকেটে অংশ নিয়েছেন। ব্যাটে-বলে অনুজ্জ্বল সময় কাটানো সাকিব বাদ পড়েছিলেন একাদশ থেকে। তবে থামেননি সাকিব। এরপর অংশ নিয়েছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও। বাংলা টাইগার্স মিসিসাগার হয়েও মাঠের সময়টা আশানুরূপ ভালো কাটছে না সাকিবের। বলতে গেলে একরকম নিজের ছায়া হয়ে আছেন।
মাঠের বাইরেও বিতর্কে সাকিব। সাম্প্রতিক সময়ে দেশ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তাল। ছাত্রদের এই আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে কার্ফিউ জারি করতে হয়েছে। তারপরও পরিস্থিতি এখনও থমথমে। চলমান এই আন্দোলনে অনেকের মতোই ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের অনেকেই।
ক্রিকেটাঙ্গনের তরুণ খেলোয়াড় থেকে শুরু করে বড় তারকাদের অনেকেই ছাত্রদের পক্ষ নিলেও ব্যতিক্রম সাকিব। তিনি যেন মৌনব্রত পালনের সংকল্প করেছেন। সাকিবের নীরবতায় ক্ষুব্ধ তার পাঁড়ভক্তরাও।
তবে দেশের আন্দোলনের উত্তাল ঢেউ সুদূরের কানাডাতেও আছড়ে পড়েছে। এবার সেই উত্তাল ঢেউ ছুঁয়েছে সাকিবকেও। বাংলা টাইগার্সের তারকা সাকিব খেলার মাঠে পড়েছেন ভক্তের তোপের মুখে।
বাংলা টাইগার্স এবং টরন্টো ন্যাশনালসের মধ্যকার খেলায় গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন এই ইস্যুতে।
সেই দর্শক কিছুটা ক্ষোভের সঙ্গেই সাকিবের কাছে জানতে চান, দেশের এই চলমান অস্থিরতায় কেন তিনি নীরব? সাকিব সেই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বসেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
দেই দর্শক উত্তরে বলেন, ‘আমি তো আর এমপি (সংসদ সদস্য) না, আমি আমার পরিবারের দায়িত্ব পালন করছি।’ সাকিব প্রশ্নের জবাব না দিয়ে বারবার বলছিলেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
এই পর্যায়ে সেই সমর্থক সাকিবকে পদত্যাগের আহ্বান জানান। এরই এক পর্যায়ে নিরাপত্তারক্ষীরা সাকিবকে সরিয়ে নেন। সে সময়ে ক্ষুব্ধ সাকিব ঐ দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব কিনা, সে সম্পর্কে নিরাপত্তারক্ষীদের কাছে জানতে চান।
সাকিব ও ভক্তের মধ্যকার এই উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্তের সঙ্গে সাকিবের এমন আচরণের সমালোচনা করছেন নেটিজেনরা।
কালের আলো/এমএএইচ/ইউএইচ