দরিদ্র ও অসহায়ের পাশে নির্ভরতার প্রতীক নৌবাহিনী

প্রকাশিতঃ 11:45 pm | July 31, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দেশের চলমান পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন দরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। তাদের চোখে মুখে হতাশার ছাপ। টানাপোড়ানের মধ্যে দিয়ে যাচ্ছে যাপিত জীবন, সংসার। স্বাভাবিক জীবনে ছন্দপতনের সময়টিতে স্তব্ধ-নির্বাক এসব গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে নির্ভরতার প্রতীক হিসেবেই দাঁড়াচ্ছে এডমিরাল এম নাজমুল হাসান এর নেতৃত্বাধীন বাংলাদেশ নৌবাহিনী। দিন এনে দিন খাওয়া মানুষের দিকে তাঁরা বাড়িয়ে দিয়েছে সহানুভূতি ও সহমর্মিতার হাত।

যেকোন দুর্যোগে-দুর্বিপাকের মতোই এবারও কঠিন সময়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। গত শনিবার (২৭ জুলাই) মানবিকতার অনন্য উপমায় প্রথমেই এই কার্যক্রমের সূচনা করে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। দরিদ্র এসব মানুষের কষ্ট ও দুর্দশা লাঘবে হৃদয় ও বিবেকের টানে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিদিন কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন তাঁরা। অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে চাল, ডাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। বিপন্ন মানুষের মলিন মুখে ফুটিয়ে তুলেছে অনাবিল প্রশান্তির হাসি। সঙ্কটময় মুহুর্তে নৌবাহিনীর এমন মানবিক উপহারে তাঁরা যেন পেয়েছেন দ্বিগুণ খুশির বারতা।

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার সুমহান দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণে নিবেদিতপ্রাণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন প্রতিটি নৌবাহিনীর সদস্য। নিজেদের ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালন করে চলেছে গৌরবদীপ্ত এই বাহিনীটি। প্রতিটি দুর্যোগ মোকাবিলায় সমানভাবেই মেলে ধরেছেন নিজেদের। বরাবরের মতো এবারও সমাজের সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায়, গরিব ও দু:স্থ জনগোষ্ঠীর দুর্ভোগ প্রশমনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সহানুভূতিশীল অনুভূতির অন্তদৃষ্টিতে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে নৌবাহিনী জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানবিকতার উজ্জ্বল আভায় উপস্থাপন করেছেন নিজেদের।

নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হাতে পাওয়ায় সমাজের গরিব ও দু:স্থ জনগোষ্ঠীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে নৌবাহিনী দৃঢ় প্রত্যয়ে নিয়োজিত রয়েছে। দেশের যেকোন ক্রান্তিলগ্নে তাঁরা মানুষের কল্যাণে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

কালের আলো/এমএএএমকে