জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় ইনু-শিরীনের সন্তোষ প্রকাশ

প্রকাশিতঃ 8:45 pm | August 01, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

বৃহস্পতিবার (১ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তারা এই সন্তোষ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কতৃর্ক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতারবিরোধী অপরাধে দায়ী সন্ত্রাসবাদী জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি ছাত্র-জনতার দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের বিজয়।’

তারা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার অংশ হিসেবেই তাদের সংগঠনের সব পর্যায়ের সদস্যদের সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত করে তালিকা প্রকাশের করার দাবি জানান।

সেইসঙ্গে জামায়াত-শিবিরসহ সন্ত্রাসবাদী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের সকল শুভবুদ্ধিসম্পন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি আহ্বান জানান হাসানুল হক ইনু ও শিরীন আখতার।

কালের আলো/ডিএইচ/কেএ