‘রূপান্তরের রূপরেখা’ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ 9:26 am | August 04, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ‘রূপান্তরের রূপরেখা’ প্রস্তাব বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ।

রোববার (৪ আগস্ট) দুপুর ১২ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন আয়োজিত হবে।

সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে রূপরেখা প্রস্তাব করবেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী, অধ্যাপক তানজীমউদ্দিন খান, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, ড. সামিনা লুৎফা, মোশাহিদা সুলতানা।

কালের আলো/ডিএইচ/কেএ