পথে পথে লাখো মানুষের উল্লাস 

প্রকাশিতঃ 4:22 pm | August 05, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সরকার প্রধান শেষ হাসিনার পদত্যাগের পর রাজধানীজুড়ে লাখো মানুষ উল্লাস করছেন। মিছিল নিয়ে বের হয়েছেন সর্বস্তরের জনমানুষ।

জনমানুষের মিছিলে শ্লোগানে মুখোরিত ‘শেখ হাসিনা পলাইছে’, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে’।

এদিকে, ছাত্র-জনতারা মিছিল নিয়ে শাহবাগমুখী হয়েছেন।

সোমবার (০৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরা থেকে ছাত্র, জনতার ও সর্বস্তরের মানুষ পায়ে হেঁটে, অটোরিকশা, পিকআপভ্যানে করে যাচ্ছেন শাহবাগের উদ্দেশ্যে।

সড়কে থাকা অনেকের হাতেই বাংলাদেশের জাতীয় পতাকা, মুখে হাসি ও মুখে মুখে স্লোগান শোনা গেছে।

কালের আলো/ডিএইচ/কেএ