সেনা সদস্যদের দেখলেই বুকে টেনে নিচ্ছেন জনতা
প্রকাশিতঃ 6:36 pm | August 05, 2024
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে অসংখ্য মানুষের প্রাণহানির পর সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়। ছাত্রজনতার এই দাবিতে প্রবল চাপে পড়ে সরকার। এমন চাপে টানা চার মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করেন। পদত্যাগ করে বঙ্গবন্ধুকন্যার দেশ ছেড়ে যাওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে দেশের ক্ষমতা নেওয়ার কথা জানানোর পর উল্লাসে ফেটে পড়ে গোটা দেশ।
রাজধানী ঢাকার রাস্তায় সেনাবাহিনীর সদস্যদের দেখলেই বুকে টেনে নিতে দেখা গেছে রাস্তায় নামা সাধারণ মানুষকে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলের দিকে রাজধানীর পল্টন, গুলিস্তান, হাইকোর্ট এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।
অনেককে সেনাবাহিনীর এপিসি কারের ওপর উঠে উল্লাস করতে দেখা গেছে। কারও কারও হাতে জাতীয় পতাকাও ছিল।
সেনাবাহিনীর সদস্যদের দেখামাত্র লোকজন এগিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে হাত মিলিয়ে ছবি তুলতেও দেখা গেছে। সেনা সদস্যদেরও হাসিমুখে জনতার উদ্দেশে অভিবাধনের জবাব দিতে দেখা গেছে।
কালের আলো/ডিএইচ/কেএ