মিজানুর রহমান শামীম সেনাবাহিনীর নতুন সিজিএস, তাবরেজ শামস চৌধুরী হলেন কিউএমজি
প্রকাশিতঃ 5:34 pm | August 06, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
সঙ্কটকালে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৫ আগস্ট) তিনি এ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার পরই মঙ্গলবার (০৬ আগস্ট) সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে। বহুল আলোচিত-সমালোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান’কে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রদবদলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম হয়েছেন সেনাবাহিনীর নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী’কে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) এর দায়িত্ব দেওয়া হয়েছে। এ পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল মোঃ মজিবুর রহমান’কে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি করা হয়েছে।
মঙ্গলবার (০৬ আগস্ট) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব রদবদলের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম এর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট ছিলেন। এ পদে আসীন হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এছাড়া মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান’কে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনীর নতুন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি বরিশাল জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা কলেজে অধ্যয়ন শেষে ১৯৮৬ সালের ১৪ জানুয়ারি ১৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারী একাডেমীতে (বিএমএ) যোগদান করেন। ১৯৮৭ সালের ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করে পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে কাউন্টার ইন্সারজেন্সী অপারেশনে নিয়োজিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সামরিক যাত্রা শুরু করেন। প্রায় ৩৭ বছরের বর্ণাঢ্য চাকরি জীবনে তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন, নবম পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।
সেনা সদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী ৩৩ পদাতিক ডিভিশন ও ১০ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে সফলতার স্বাক্ষর রেখেছেন। ডিজি হিসেবে নেতৃত্ব দিয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরকে (ডিজিএফআই)।
দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কালের আলো/এমএএএমকে