১৩ বছর পর নিজ কার্যালয়ে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন
প্রকাশিতঃ 7:16 pm | August 06, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
১৩ বছর পর ঢাকার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। কথা বলেছেন দলটির আমির শফিকুর রহমান।
২০১১ সালের পর এখানে আর কোনো কার্যক্রম পরিচালিত হয়নি।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আমাদের জোর দাবি বিলম্ব না করে অতি দ্রুত সংসদ ভেঙে দেন। অন্তর্বর্তী সরকার গঠন করুন। ’
অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবকে তার দল শ্রদ্ধার চোখে দেখে বলেই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।
কালের আলো/এমএএইচ/ইউএইচ